ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০৪, ৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:০৫, ৯ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্যমতে দুটি দেশিয় পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত হলো উপজেলার আলাইয়ারপুর ইউপির রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাকিব প্রকাশ রাকিব চোরা (১৯) ও একই ইউপির এনায়েতনগর গ্রামের রফিক উল্যাহর ছেলে দেলোয়ার হোসেন বাবু (২১)। 

রাকিব ও বাবু স্থানীয় সাহাব উদ্দিন বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ জানায়, সোমবার রাতে আলাইয়ারপুর ইউনিয়নের রমনীরহাট এলাকায় সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের তথ্য মতে ৫নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের বাবলুর সুপারি বাগানের ডোবা ও ঝোপঝাড়ের ভেতর হতে ২টি দেশীয় তৈরি পাইপগান ও ৪ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলশি সুপার মো. শহীদুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি