ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ আটক-১

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:৪৫, ১৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে এক কেজি ২শ’ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আব্দুল রহিম (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার বিকালে বেনাপোল সীমান্তের পুটখালী পূর্ব পাড়া নামক স্থান থেকে তাকে আটক করে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক আব্দুল রহিম বেনাপোলের পুটখালী পূর্বপাড়া গ্রামের ইউসুফের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় পুটখালী সীমান্তের পূর্বপাড়া এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে তিনজনের একটি চোরাকারবারী দলের দেখা পেয়ে বিজিবি তাদের পিছু ধাওয়া করে।

বিজিবি টহল দলের ধাওয়ায় চোরাচালানী দল পালানোর চেষ্টাকালে আব্দুল রহিমকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ২শ’ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। মামলা হয়েছে থানায়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি