ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ৬ নারী ছিনতাইকারী গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৫, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:১৬, ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে প্রতারণার জালে ফেলে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৬ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকা থেকে স্থানীয় জনতা ৬ নারীকে ধরে পুলিশে সোপর্দ করে বলে জানান বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক পবিত্র বিশ্বাস।

গ্রেফতারকৃত নারীরা হলেন- ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের শিপনের স্ত্রী সাহানা আক্তার, ফিরোজের মেয়ে ইভা আক্তার, ইয়াসিনের স্ত্রী সুলতানা খাতুন, পলাশের স্ত্রী মোর্শেদা খাতুন, মালিলের স্ত্রী রাবেয়া বসরী ও জুয়েলের স্ত্রী নারগিস বেগম। যাদের বয়স ২২থেকে ৩৫ এর মধ্যে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস বলেন, বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের এক গৃহবধূ বেনাপোল বাজার থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। এসময় পথিমধ্যে বোরকাপরা ৬ নারী ওই ইজিবাইকে উঠে তাকে জিম্মী করে ফেলে। এক পর্যায়ে প্রতারণার ফাঁদে ফেলে গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকার দেয়। 

এসময় পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে পুলিশে সোপর্দ করে। এরা পেশাদার প্রতারক ও ছিনতাইকারী বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল মিয়া জানান, আটক নারীদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তারা এখানে কি উদ্দেশ্য এসেছে এবং কোথায় অবস্থান করছে এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আজ শনিবার তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি