ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
প্রকাশিত : ১৮:৫৭, ২৬ এপ্রিল ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে কোনো পক্ষ না নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ছিল। তারা নিজেরাই এর কোনো না কোনো সমাধান করে নিবে।
শুক্রবার (২৫ এপ্রিল) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভারতের খুব কাছের এবং পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীরে তাদের লড়াই এ হাজার বছর ধরে চলছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
তিনি আরও বলেন, কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে ১৫শ বছর ধরে সমস্যা চলছে, সম্ভবত তারও বেশি। সাম্প্রতিক ঘটনাকে তিনি খারাপ বলেও উল্লেখ করেছেন।
এই উত্তেজনা নিয়ে ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ট্রাম্প যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে, তিনি এর জবাব দেননি। বলেছেন, উভয় দেশেরই ঘনিষ্ট তিনি।
এর আগে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘের মহাসচিব দেশ দুটির মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে এ বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জম্মু ও কাশ্মীরে সংগঠিত হামলার নিন্দায় আমরা অত্যন্ত স্পষ্ট ছিলাম। ওই হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন।
এরই মধ্যে দেশ দুটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। থেমে নেই কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও।
শনিবার (২৬ এপ্রিল) শাহবাজ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয়।
এসএস//
আরও পড়ুন