ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরে শহীদ কমান্ডো ঝন্টুর স্ত্রীর আর্তি, ‘ওদের মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:২৮, ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে শহীদ হয়েছেন নদিয়ার তেহট্টের বাসিন্দা ও সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখ। জম্মুর মিলিটারি হাসপাতালে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে। এরপর ব্যারাকপুর সেনা ছাউনিতে অনুষ্ঠিত হয় আরও একটি সম্মানজনক বিদায় অনুষ্ঠান।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় ঝন্টুর মরদেহ। সেখান থেকে ব্যারাকপুর সেনা ছাউনিতে নিয়ে গিয়ে শনিবার (২৬ এপ্রিল) ভোর ৫টায় গার্ড অফ অনার প্রদান করা হয়। সেখান থেকে তাঁর মরদেহ রওনা দেয় নদিয়ার তেহট্টে নিজের বাড়ির উদ্দেশে।

হঠাৎ করে জীবনের ছন্দ ছিঁড়ে যাওয়া কঠিন বাস্তব এখনও মেনে নিতে পারছেন না ঝন্টুর স্ত্রী শাহনাজ পারভিন। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালেই স্বামীর সঙ্গে মেসেজে কথা হয়েছিল তার। সেই মানুষটিই সন্ধ্যায় হয়ে যান অতীত। স্ত্রীর বুকফাটা আর্তি, ‘আমরাও মুসলিম। কিন্তু ওদের মনে কেবল বিদ্বেষ। ওরা মুসলিম নয়। আমার স্বামীও ওদের অপছন্দ করত। বলত, ধর্ম এক হলেও, ওদের সঙ্গে আমাদের কোনও মিল নেই।’

শাহনাজ আরও বলেন, ‘আমি ন্যায়ের দাবি জানাই। আমার ছোট ছোট বাচ্চা আছে। ওই দেশটা (পাকিস্তান) যদি এভাবে চলতে থাকে, আরও কত ছেলেমেয়ে বাবা হারাবে!” স্বামীকে হারালেও, তাঁর আত্মত্যাগে গর্বিত শাহনাজ, বলেন, “দেশের জন্য প্রাণ দিয়েছে আমার স্বামী। আমি গর্বিত।’

একসময় আগ্রায় পোস্টেড ছিলেন ঝন্টু আলি শেখ। প্রায় দেড় বছর আগে বদলি হয়ে কাশ্মীরে যান। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর অভিযানে নামেন তিনি। সেই অভিযানের সময় উধমপুরের সেনা-জঙ্গি এনকাউন্টারে প্রাণ হারান ভারতীয় সেনার এলিট ফোর্স ৬ প্যারা স্পেশাল ফোর্সের হাবিলদার ঝন্টু আলি শেখ।

সূত্রের খবর, শহীদ হওয়ার আগে সকালেই স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন ঝন্টু। স্ত্রীকে চিন্তা না করতে বলে আশ্বস্ত করেছিলেন তিনি।

ঝন্টুর কফিনবন্দি দেহের দিকে তাকিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তাঁর পরিবার ও সহযোদ্ধারা। ভারতীয় সেনার ‘হোয়াইট নাইট কর্পস’ তাদের এক্স (টুইটার) হ্যান্ডলে শহীদ ঝন্টু আলি শেখকে শ্রদ্ধা জানিয়ে লেখে, ‘তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি