বেসিক ব্যাংকের টাকা জালিয়াতির ঘটনায় সাবেক চেয়ারম্যান অভিযুক্ত
প্রকাশিত : ১৩:৩৪, ৩০ মার্চ ২০১৭ | আপডেট: ১২:০৫, ৪ এপ্রিল ২০১৭

বেসিক ব্যাংকের সাড়ে ৪হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু অভিযুক্ত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, জালিয়াতির ঘটনায় তদন্ত প্রতিবেদনে বাচ্চুকে অভিযুক্ত করা হয়েছে।
ওই প্রতিবেদন দুদকে জমাও দেওয়া হয়েছে। সরকারী কর্মকর্তা, কর্মচারীসহ সর্বস্তরে দুর্নীতি রোধেরও আহবান জানান মন্ত্রী। বেসিক ব্যাংকের ৪ হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনাটি দেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম কেলেঙ্কারি।
ঘটনার তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। তবে ওই ঘটনায় দুদকের করা ৫৬টি মামলার কোনোটিতেই আসামী করা হয়নি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে। অর্থমন্ত্রী জানালেন, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে জালিয়াতির প্রমাণ মিলেছে। অভিযুক্ত করা হয়েছে আব্দুল হাই বাচ্চুকে। এর আগে শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন অর্থমন্ত্রী।
আলোচনায় অংশ নিয়ে কোনো তদবিরে কান না দিতে দুদক কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি। আর দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি কমাতে দরকার রাজনৈতিক অঙ্গিকার।
আরও পড়ুন