ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

বেড়েছে ফিটনেসবিহীন বাসের সংখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ২১ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৩:৪৮, ২১ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত স্থগিত হওয়ায় রাজধানীর সড়কে বেড়েছে ফিটনেসবিহীন বাসের সংখ্যা। সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে, যাত্রীদের ফাঁদে ফেলে পরিবহন মালিকরা বাড়তি সুবিধা আদায় করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান।

সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা সাময়িকভাবে স্থগিত করার পর রাজধানীতে বাড়তে শুরু করেছে গণপরিবহনের সংখ্যা। শুক্রবার ছুটির দিনেও বিভিন্ন সড়কে ছিলো চোখে পড়ার মত গণপরিবহন।

বাসে অফিসগামী মানুষের চাপ না থাকলেও, অনেকেই বের হয়েছেন বিভিন্ন কাজে। সিটিং বাসে ভাড়া আদায় নিয়ে বাস শ্রমিক ও যাত্রীদের মধ্যে দ্বন্দ্বের অবসান হলেও ক্ষোভ কমেনি যাত্রীদের। সিটিং সার্ভিস চালু থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

পরিবহন ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেন কেউ কেউ।

এদিকে, সরকার কঠোর না হলে পরিবহন খাতে নৈরাজ্য আরো বাড়বে বলে মনে করেন নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

গণপরিবহনের ক্ষেত্রে ক্ষেত্রে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সচেষ্ট হওয়া উচিত বল্ওে মনে করেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি