ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

বৈরুতে ইসরাইলি হামলায় জাতিসংঘের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলার পর সব পক্ষকে "সর্বোচ্চ সংযম" অবলম্বনের আহ্বান জানিয়ে জাতিসংঘ।

শুক্রবার সংস্থাটি বলেছে, তারা এতে "খুবই উদ্বিগ্ন"। 

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে এএফপি জানায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, "আমরা অবশ্যই আজ বৈরুতে যে মারাত্মক হামলা দেখলাম তা-সহ ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে খুবই উদ্বিগ্ন... । আমরা সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “সবাইকে সর্বোচ্চ সংযম অবলম্বন করতে হবে।"

উল্লেখ্য, শুক্রবার লেবাননের বৈরুতে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি