ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাসহ ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৫, ২৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এস এন তরুণ দে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের কাছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, “আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় ১৯৭৩ সালে আমার বাবা আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। আজ ২০২৬ সালে এসে ধানের শীষের গণজোয়ারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি নির্বাচন করছি।”

নির্বাচনে শেষ পর্যন্ত লড়বেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মরে না গেলে লড়ে যাব।”

এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র সহ-সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এবং জেএসডির মনোনীত প্রার্থী তৈমুর রেজা শাহজাদও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাশাপাশি বাংলাদেশ ইসলামী আন্দোলন (চরমোনাই)-এর প্রার্থী মাওলানা নেছার আহমেদ এবং খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী আবুল ফাহাহ মো. মাসুক সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি