ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ব্রিটেনে লাখ লাখ মানুষ দাসত্বের শিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:২০, ১১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের শহরগুলোতে লাখ লাখ মানুষ আধুনিক দাসত্বের শিকার হয়েছেন বলে জানিয়েছে ব্রিটেনের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)।

এদের মধ্যে আলবেনিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম, রোমানিয়া আর পোল্যান্ড থেকে আসা মানুষই দাসত্বের বেশি শিকার হয়েছে। তবে যুক্তরাজ্যেরও কেউ কেউ রয়েছেন বলে জানায় সংস্থাটি।

এনসিএ’র তথ্য মতে, পাচারের শিকার হওয়া প্রায় ১৩ হাজার মানুষকে জোরপূর্বক কাজে বা দাসত্বে ব্যবহৃত ব্যবহার করা হয়েছে। কিন্তু এ সংখ্যা আরও অনেক বেশি যা ব্রিটেনের প্রায় প্রতিটি বড় শহর আর নগরে ঘটেছে।

দেশটিতে এমন তিনশো অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তবে এনসিএ‘র ধারণা, লাখ লাখ মানুষ আধুনিক দাসত্বের শিকার হয়েছেন।

এনসিএ পরিচালক উইল কের বলেন, আমরা যতই খুঁজছি, ততই এরকম ঘটনার দেখা পাচ্ছি। তিনি বলেন, ভালো চাকরি, শিক্ষা এমনকি প্রেমের অভিনয়ে এদের যুক্তরাজ্যে নিয়ে আসা হয়। এরপর আধুনিক দাসত্বে তাদেরকে আটকে ফেলা হয়।

আধুনিক দাসত্বে মধ্যে যৌন হয়রানি ছাড়াও সংঘবদ্ধ অপরাধী চক্রে ব্যবহার, কৃষি, নির্মাণ এবং পারিবারিক কাজে জোরপূর্বক বাধ্য করার মতো অপরাধ রয়েছে। আর এ ভুক্তভোগীদের মধ্যে রয়েছে সব বয়সের পুরুষ, নারী ও শিশুরা। সূত্র: বিবিসি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি