ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ব্লাড ক্যান্সারে জবি শিক্ষার্থী রবিনের মৃত্যু

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪১, ২০ মে ২০২১

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী রবিন কুমার হালদার ব্লাড ক্যান্সারের কাছে হেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (২০ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিনের সহপাঠী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রবিনের জ্বর ছিল অনেক। জ্বর না কমায় রাত ২টায় ইনজেকশন দেওয়া হয়েছে। পরে রাত ৪টা নাগাদ মারা যায়।

সহপাঠীরা জানান, পারিবারিক ব্যবস্থাপনায় রবিনকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই আত্মীয়-স্বজনরা মিলে তার সৎকারের ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি