ঢাকা, সোমবার   ১১ আগস্ট ২০২৫

ভারতীয়দের ‘ড্রপবক্স স্লট’ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ১১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে আগস্ট-সেপ্টেম্বর মাসের মার্কিন ভিসার সব ড্রপবক্স স্লট হঠাৎ বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটগুলো। এতে হাজারো ভিসাপ্রত্যাশী, বিশেষ করে যারা ভিসা নবায়নের জন্য অপেক্ষা করছিলেন, বড় সমস্যায় পড়েছেন। ড্রপবক্স বা ভিসা ইন্টারভিউ ওয়েভার পদ্ধতিতে সাধারণত যোগ্য আবেদনকারীদের কনস্যুলেটে গিয়ে সাক্ষাৎকার দিতে হয় না। কিন্তু নতুন নিয়মে এইচ, এল, এফ, এম, জে, ই ও ও ভিসাধারীদের জন্য এই সুবিধা বন্ধ হয়ে গেছে এবং সবাইকে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে। জুলাইয়ের নীতি পরিবর্তনের পর আগস্ট-সেপ্টেম্বরের জন্য কোনো নতুন স্লট খোলা হয়নি।

সোমবার (১১ আগস্ট) ভারতের গণমাধ্যম জি ২৪ ঘন্টা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়, কনস্যুলেট থেকে অ্যাপয়েন্টমেন্ট বাতিলের নোটিশ পাওয়া আবেদনকারীদের ইমেইল চেক করে পুনরায় সময় নির্ধারণের জন্য ভিসার ওয়েবসাইটে লগইন করতে হবে এবং আবেদন আবার শুরু করতে হবে। যাদের আগে ভিসা ফি পরিশোধ করা রয়েছে, তাদের সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ ফি পরিশোধের এক বছর অতিবাহিত হলে পুনরায় ফি দিতে হতে পারে। নতুন স্লট কখন খোলা হবে তা এখনও নিশ্চিত নয়। তাই আবেদনকারীদের নিয়মিত তাদের ইমেইল ও ভিসা প্রোফাইল পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত আসে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক বাড়িয়ে দিয়েছেন। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের পণ্যের ওপর শুল্ক বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপের ফলে দুই দেশের বাণিজ্য ও ভিসা নীতিতে প্রভাব পড়বে।

ফলে হাজার হাজার ভারতীয়, বিশেষ করে যারা চাকরি ও পড়াশোনার জন্য আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছিলেন, তারা অনিশ্চয়তায় পড়েছেন। নতুন স্লট কবে পাওয়া যাবে, সে বিষয়ে কনস্যুলেট এখনও কোনো তথ্য দেয়নি। বিশেষজ্ঞরা সবাইকে মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও নিজেদের অ্যাকাউন্ট নিয়মিত চেক করার পরামর্শ দিচ্ছেন, যাতে নতুন স্লট খোলার সঙ্গে সঙ্গে দ্রুত আবেদন করতে পারেন।

সূত্র: জি ২০ ঘন্টা

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি