ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রস্তাবে আমিরাতের ভেটো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ২৫ মে ২০২০ | আপডেট: ২০:১৮, ২৫ মে ২০২০

ইমরান খান। ফাইল ছবি

ইমরান খান। ফাইল ছবি

Ekushey Television Ltd.

কাশ্মীরিদের বিষয়ে ভারতের বিরুদ্ধে ইসলামিক সহযোগিতা সংস্থায় (ওআইসি) পাকিস্তানের দেওয়া প্রস্তাবে ভেটো দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতে ভারতে ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষের অভিযোগ তুলে সংস্থাটির স্থায়ী প্রতিনিধিদের (পিআর) ভার্চ্যুয়াল বৈঠকে আলোকপাত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে পাকিস্তান। খবর সানডে গার্ডিয়ান’র।

বৈঠকে সভাপতিত্ব করে সংযুক্ত আরব আমিরাত। গত ১৯ মে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতে ইসলাম বিদ্বেষের ‘ক্রমবৃদ্ধির’ ঘটনায় জাতিসংঘে নয়াদিল্লির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি ‘ছোট্ট অনানুষ্ঠানিক কার্যকরী গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছিলেন ওআইসিতে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির খান। কিন্তু পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করেছে আরব আমিরাত। মালদ্বীপও এ ক্ষেত্রে জোরালোভাবে পাকিস্তানের বিরোধিতা করেছে।

উল্লেখ্য, ৫৭ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের সংস্থা ওআইসির প্রধান কার্যালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নেও তাদের স্থায়ী প্রতিনিধি রয়েছে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি