ভারতে ৩ মাসে ২০০ মানুষের ধ’র্ষ’ণের শিকার বাংলাদেশি কিশোরি
প্রকাশিত : ১৫:২০, ১১ আগস্ট ২০২৫

বাংলাদেশের ১২ বছরের এক কিশোরী বিদ্যালয়ের পরীক্ষায় ফেল করায় মা–বাবার বকুনি এড়াতে বাড়ি থেকে পালিয়ে যায়। পথে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে সে পাড়ি জমায় ভারতে। সেখানে তিন মাসে অন্তত ২০০ জনের যৌন নির্যাতনের শিকার হয় সে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ভাসাই–ভিহার এলাকার নৈগাঁওতে পরিচালিত অভিযানে মেয়েটিকে উদ্ধার করে পুলিশের অ্যান্টি–হিউম্যান ট্রাফিকিং ইউনিট। অভিযানে সহায়তা করে এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন ও হারমনি ফাউন্ডেশন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হারমনি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্রাহাম মাথাই জানান, প্রথমে মেয়েটিকে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিন মাসে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করে। পরিচিত এক নারী তাকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করে।
পুলিশ কমিশনার নিকেত কৌশিক জানান, পুরো পাচার চক্র ধ্বংস ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
এসএস//
আরও পড়ুন