ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ভাষা সৈনিক মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ১১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভাষা সৈনিক প্রবীণ অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনে তার অবদানের কথা স্বীকার করেন।

ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক ডা. মাজহারুল ইসলামকে ২০১৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসরকারি পুরস্কার ‘একুশে পদক’ দেয়া হয়। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্ধক্যজনিত জটিলতার কারণে গত ৩০ সেপ্টেম্বর থেকে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মির্জা মাজহারুল ইসলাম আজ সকাল সোয়া ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।- বাসস

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি