ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ভিডিও দেখুন

ভীষণ এক ব্যক্তিত্ব নিয়ে বেড়ে উঠছিলেন শেখ রাসেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ১৮ অক্টোবর ২০২০ | আপডেট: ১৫:৫৭, ১৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন আজ। পঁচাত্তরের কাল রাতে মায়ের কাছে যেতে চেয়েছিলেন শিশু রাসেল। রক্তাক্ত মাকে দেখার পর হাসু আপার কাছে যাওয়ার আকুতি ছিলো রাসেলের। ঘাতকের বুলেট ঝাঁঝরা করে দেয় কচি ওই বুক। বেঁচে থাকলে ৫৭ বছরে পা রাখতেন। দু’চোখের ওই দ্যুতিই বলে দেয় ভীষণ এক ব্যক্তিত্ব নিয়ে বেড়ে উঠছিলেন বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেল।

১৯৬৪ সালের উত্তাল সময়ে ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনেই জন্ম শেখ রাসেলের। ভাইবোনদের সবার ছোটো। তাই ছিলেন ভীষণ আদুরে। রাসেলের ছোটাছুটিতে মেতে থাকতো ৩২ নম্বর।

ভীষণ রোদ্দুর হয়ে এসেছিলেন রাসেল। চোখের দ্যুতিতেই দারুন এক ব্যক্তিত্বের প্রকাশ। দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামানুসারে ছেলের নাম রেখেছিলেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা। রাসেলের মতোই ধী-শক্তি নিয়েই বেড়ে উঠছিলেন শিশু রাসেল। 

পড়তেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। প্রটোকল ছাড়াই সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। সমবয়সিদের মধ্যে নেতৃত্বগুণে রাসেল ছিলেন সবার প্রিয়। খেলার সাথিদের নিয়ে প্যারেড করতেন। 

জন্মের পর বাবাকে কাছে পাননি বেশি। তাই স্বাধীনতার পর বাবার কাছ ছাড়া হতে চাইতেন না, বঙ্গবন্ধুও প্রায় সব সময়ই কাছে রাখতেন রাসেলকে। বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফরগুলোতেও থাকতেন বাবার সাথে।

’৭৫ এর কাল রাতে ৩২ নম্বরে যখন হত্যাযজ্ঞে নামে হায়েনার দল, ছোট্টো রাসেলকেও ছাড়েনি নরপিশাচরা।

প্রতিবেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন জাহান বলেন, রাসেল যখন একটু একটু চলতে ফিরতে পারে, যখন আরেকটু নিজে ইন্ডিপেন্ডেট হতে শুরু করেছে তখন তাকে বেশি দেখেছি যে, তার মায়ের (বঙ্গমাতা) সাথে সব সময় ঘুরে ঘুরে, তাঁর আঁচলের তলায় থেকে বড় হয়েছে। কি নির্মমতা! অতোটুকু বাচ্চাটিকে কিভাবে মারতে পারলো।

বেঁচে থাকলে হয়তো রাসেলই হতেন আজকের উন্নয়নযাত্রার অগ্র সেনানী। 

জাতির পিতার মতো রাসেলও হয়তো বিশ্বশান্তি প্রতিষ্ঠার কান্ডারি হতেন। যে কাজটি এখন করছেন তার বড় বোন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি