ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ভেঙ্গে ফেলা হবে ঝুঁকিপূর্ন সব ভবন, ফুটপাথ না ছাড়লে বুলডোজার চালানোর হুঁশিয়ারী

প্রকাশিত : ১৮:৪৯, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০২, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রাজউকের সঙ্গে সমন্বয় করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঝুঁকিপূর্ন সব ভবন ভেঙ্গে ফেলা হবে বলে জানালেন দক্ষিনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আর ফুটপাথ না ছাড়লে বুলডোজার চালানোর হুঁশিয়ারী দিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। রাজধানীর নিউমার্কেটে সোমবার সকালে ভূমিকম্প ঝুঁকিপূর্ন ভবন পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র । সে সময় তিনি ঝুঁকিপূর্ণ সবগুলো ভেঙ্গে বহুতলা ভবন তৈরি করার কথা বলেন। এদিকে ব্রিটিশ কাউন্সিলে কাস্টমার সার্ভিস উইক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় তিনি অবৈধ দখলে থাকা ফুটপাথ ছেড়ে দেয়ার আহ্বান জানান। বলেন, দখলদার যত প্রভাবশালিই হোক না কেন ফুটপাথ না ছাড়লে বুলডোজার চালানো হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কের আইল্যান্ডে পুলিশের জন্য দৃষ্টি নন্দন কাঁচের ঘর তৈরি করা হবে বলে দুই মেয়রই জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি