ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভ্যাকসিন সরবরাহে ন্যাক্কারজনক অসমতা: গুতেরেস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

ভ্যাকসিন সরবরাহে ‘ন্যাক্কারজনক অসমতার’ কারণে কোভিড মহামারি দীর্ঘায়িত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

মহামারি শুরুর দ্বিতীয় বর্ষ পূতির্তে বুধবার জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেছেন, “বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারিতে ৪৪ কোটি ৬০ লাখেরও বেশি লোক আক্রান্ত এবং  ৬০ লাখেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। এছাড়া অসংখ্য লোক মানসিক সংকটে ভুগছেন।”

তিনি স্বাস্থ্য খাতে নজিরবিহীন পদক্ষেপ নেয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, “অত্যন্ত দ্রুততার সঙ্গে ভ্যাকসিন তৈরির কারণে বিশ্বের অনেক অঞ্চলেই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। 
কিন্তু এটি চলে গেছে এটা ভাবাটা খুব ভুল হবে।”

তিনি বলেন, “ভ্যাকসিন সরবরাহে এখনও ন্যাক্কারজনক অসমতা রয়েছে।”

গুতেরেস আরো বলেন, “প্রতিমাসে দেড়’শ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি হচ্ছে। কিন্তু প্রায় তিন’শ কোটি লোক ভ্যাকসিনের প্রথম ডোজের অপেক্ষায় দিন গুনছেন।” 

তিনি বলেন, “এটি নীতি ও বাজেট বিষয়ক সিদ্ধান্তের প্রত্যক্ষ ফল। কারণ এই নীতি গরীব দেশের তুলনায় ধনী দেশের জনগণের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছে।”
 
মহাসচিব মানবেতিহাসের দু:খজনক এই মহামারি অবসানে সকলকে আবারো প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি