মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিভ্রান্ত্রি না ছড়ানোর আহবানঃ প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৮:০৮, ১২ এপ্রিল ২০১৭

মঙ্গল শোভাযাত্রার বাঙালী সংস্কৃতির অংশ, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিভ্রান্ত্রি না ছড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে ইলিশের বংশ বিস্তারে সহযোগিতা করতে নববর্ষ উদযাপনে ইলিশ না খেতে দেশবাসীকে অনুরোধ করেন তিনি। সকালে নরসিংদী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ পাঠের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রার সাথে ধর্মকে জড়িয়ে বিভ্রান্তি না ছড়াতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
সেই সাথে বৈশাখে ইলিশের বংশবিস্তারে সহযোগিতা করতে নববর্ষ দেশবাসীকে অনুরোধও জানান তিনি।
এবছরও নববর্ষে গণভবনে নিজের খাদ্য তালিকায় জাতীয় মাছটি রাখেননি বলেও জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন