ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ২৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনলেও জমা দিতে পারেননি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এখন ঢাকায় আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 

হিরো আলম বলেন, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-৪ আসনের জন্য বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করি। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সংশোধনের জন্য আমাকে ফেরত পাঠানো হয়। পরে কাগজপত্র সংশোধন করে পুনরায় রিটার্নিং কার্যালয়ে আসতে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়। ফলে আর মনোনয়নপত্র জমা দিতে পারিনি। 

তিনি আরও বলেন, ঢাকায় আপিল করার জন্য প্রস্তুতি নিতে হবে। দেখি এ ব্যাপারে কী করা যায়।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, হিরো আলম মনোনয়নপত্র উত্তোলন করলেও সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারেননি। তাকে আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার (২৮ ডিসেম্বর) এ বছর নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল ‘আমজনতার দল’-এ যোগ দিয়েছেন আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। দলটির একটি সূত্র জানিয়েছে, তাকে সংগঠনে গুরুত্বপূর্ণ কোনো পদ দেওয়া হতে পারে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি