ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মসুলে ধ্বংস হয়ে যাওয়া মসজিদ ইরাকের সেনা বাহিনীর নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১৪:১৪, ৩০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

মসুলের ধ্বংস হয়ে যাওয়া আলনূরী মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনা বাহিনী। এরমধ্য দিয়ে জঙ্গিগোষ্ঠী আইএস’র স্বঘোষিত খিলাফতের পতন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
আট মাস লড়াইয়ের পর আইএসকে হটিয়ে মসুলের নিয়ন্ত্রণ নেয় ইরাকী সেনারা। সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল জানান, এখনও কিছু এলাকায় আইএস লড়াই চালিয়ে যাচ্ছে। তবে শিগিগিরই যুদ্ধ শেষ হওয়ার কথাও জানান তিনি। তিন বছর আগে মসুলের ঐতিহাসিক আল নূরী মসজিদ থেকে কথিত খিলাফতের সূচনা করেছিল আইএস। মসুলকে আইএস মুক্ত করতে লড়াই শুরু হয় গেলো বছর অক্টোবরে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি