ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

মস্কোতে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে ডা. এনাম

প্রকাশিত : ১১:৪২, ৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত চারদিন ব্যাপি (৫-৮জুন) ১২তম সমন্বিত নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

চারদিন ব্যাপী আয়োজিত সম্মেলনে শুক্রবার (৭ জুন) মস্কো সময় সকাল ১০:৩০ মিনিটে বাংলাদেশের পক্ষে রাশিয়ার ফায়ারম্যান ও উদ্ধার কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন।

পরবর্তীতে তিনি রাশিয়ার জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (National Crisis Management Centre) এবং সর্বোচ্চ বিপদ কালিন সময়ে উদ্ধার অভিযান পরিচালনাকারী দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানটি (Leader Center for High Risk Rescue Operations) পরিদর্শন করেন।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ১২ তম সমন্বিত নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বাংলাদেশ দলের দলনেতা হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষে ‘দুর্যোগ মোকাবেলায় ও প্রস্তুতিতে বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক উপস্থাপন করেন।

উল্লেখ্য, এ সময় প্রতিমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত এবং স্বাগতিক দেশের বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শিত উচ্চমান সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ আধুনিক করা যায় সেই বিষয়েও মতবিনিময় করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি