ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

মহামারী দীর্ঘ হতে পারে ২০২২ সাল পর্যন্ত, ডব্লিউএইচওর সতর্কবার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

দরিদ্র দেশগুলো প্রয়োজনীয় টিকা না পাওয়ায় কোভিড মহামারী আগামী বছরও দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ডা. ব্রুস আইলওয়ার্ড বলেছেন, এর অর্থ হল কোভিড সংকট সহজেই গভীরতা পেতে পারে ২০২২ সালে।

এখন পর্যন্ত আফ্রিকার মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশেরও কম মানুষকে কোভিড টিকা দেওয়া হয়েছে, যেখানে অন্য কয়েকটি মহাদেশে টিকা পেয়েছে মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ।

যুক্তরাজ্য অভাবী দেশগুলোকে এক কোটির বেশি টিকা দিয়েছে। এছাড়া আরো ১০ কোটি টিকা । 

বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের পেছনে মূল ধারণাটিই ছিল সব দেশ এখান থেকে টিকা পাবে। 

কিন্তু সামগ্রিকভাবে কোভিড টিকা অধিকাংশই উচ্চ বা উচ্চ মধ্যম আয়ের দেশে ব্যবহৃত হয়েছে।  বিশ্বজুড়ে যত টিকা সরবরাহ করা হয়েছে তার মাত্র ২.৬ শতাংশ পেয়েছে আফ্রিকা। 

কানাডা এবং যুক্তরাজ্য কোভ্যাক্সের মাধ্যমে শুধু নিজেদের জনগণের জন্য টিকা সংগ্রহ করায় দেশ দুটির সমালোচনা করেছে অক্সফাম, এইএনএইডসের মতো দাতব্য সংস্থাগুলো। 

সূত্র: বিবিসি 

আরএমএ/এসবি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি