ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

মহাসড়কের সমস্যাগুলো ভবিষ্যতে দূর করা হবে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ১১ আগস্ট ২০১৯ | আপডেট: ১৮:১৮, ১১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে এ বছর যেসব জায়গায় সমস্যা হয়েছে সে জায়গাগুলোতে যাতে পরে এর পূনরাবৃত্তি না ঘটে ভবিষ্যতে এই ঘাটতিগুলো আমরা দূর করার চেষ্টা করবো।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সর্বকালের সবচেয়ে  স্বস্তিদায়ক ঈদ যাত্রা হয়েছে এবার। 
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রা বিলম্বিত হওয়ায় টার্মিনালে যেমন দূর্ভোগ ছিল তেমনি রাস্তায়ও দূর্ভোগ ছিল। এছাড়া অন্যান্য সকল মহাসড়কে গতকাল থেকেই ঈদযাত্রা  স্বাভাবিক যাত্রা অব্যাহত ছিল। সমস্যাটি একটা পয়েন্টেই রয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 

মন্ত্রী রোববার দুপুরে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
 
এ সময় হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি