ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

মহাসড়ক দখল করায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৩, ১৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরবাজারের ফুটপাত ও বাসস্ট্যান্ড দখল করে দোকান করায় ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকঅলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

এসময় মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্ক করা, ফুটপাতে পসরা সাজিয়ে পণ্যসামগ্রী বিক্রি, দোকানের বিজ্ঞাপন সম্বলিত সাইনবোর্ড রাখা, দোকানের মালামাল ফুটপাতে রাখায় মোট ৯টি মামলায় বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়। 

এসময়ে রাখা মালামাল সরিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়া সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্ক করে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে বিভিন্ন যানবাহন চালকদের সতর্ক করা হয় এবং নির্দিষ্ট স্টপেজে গাড়ি দাঁড়ানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। 

মোবাইল কোর্ট পরিচালনায় মিরসরাই থানা পুলিশ ও  উপজেলা প্রশাসনের বিশেষায়িত দল সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, বিভিন্ন অপরাধের দায়ে মোট ৯টি মামলা করা হয়েছে। এছাড়াও অনেককে সতর্ক করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও ফুটপাত দখলমুক্ত রাখার নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি