ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

মাদকের ছোবল থেকে দেশ রক্ষায় কঠোর অবস্থানে সরকার [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ২২ মে ২০১৮

Ekushey Television Ltd.

মাদকের ভয়াল ছোবল থেকে দেশকে রক্ষা করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার এবং মাদক উদ্ধারে সারাদেশে জোরালো অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী।

মাদকের ভয়াবহতা রোধে গত ৩ মে ঢাকায় র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর মাদক বিরোধী অভিযান আরও জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। র‌্যাব- পুলিশের অভিযানে গ্রেফতার হয় অনেক মাদক ব্যবসায়ী। উদ্ধার করা হয় বিপুল পরিমান মাদকদ্রব্য।

অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে কয়েক মাদক ব্যবসায়ী।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও।

আর মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের সতর্ক করে দিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, যে কোন মূল্যে সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করা হবে।

ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মাদক বিরোধী অভিযানে জনগণের সহায়তা চেয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি