ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মাসুম আজিজের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা চায় পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ১৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজের চিকিৎসা চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছে তার পরিবার। 

মাসুম আজিজের স্ত্রী সাবিহা জামান শনিবার বলেন, তার স্বাস্থ্যের অবস্থা আগেই মতোই রয়েছে; কোনো পরিবর্তন হয়নি। এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন তিনি।

তিনি আরো বলেন, “ডাক্তাররা আশাবাদী। তারা বলেছেন প্রপার ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারলে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরাও সেটা আশা করছি।”

চলতি বছরের শুরুর দিকে মাসুম আজিজের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ১০ মাস ধরে তার চিকিৎসা চলছে। এরই মাঝে কয়েক দফায় হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়পত্রও পেয়েছিলেন। পরে ফের অসুস্থ হয়ে পড়লে চলতি মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন ধরে এ চিকিৎসা চালিয়ে যেতে পরিবারকে হিমশিম খেতে হচ্ছে জানিয়ে মাসুম আজিজের স্ত্রী বলেন, “প্রায় ১০-১১ মাস হলো তার চিকিৎসা চলছে। আপনারা তো জানেন এই চিকিৎসা কেমন ব্যয়বহুল। এই অবস্থায় আমরা চাই তার উন্নত, প্রপার টিটমেন্ট চালিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী যেন দৃষ্টি দেন।”

অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বৃহস্পতিবার সকালে মাসুম আজিজকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ক্যানসারের পাশাপাশি হৃদরোগও রয়েছে বর্ষীয়ান এ অভিনেতার। ২০১৭ সালে বাইপাস সার্জারি হয়েছিল তার।

শুধু অভিনেতা নন, মাসুম আজিজ চিত্রনাট্যকার হিসেবেও সুপরিচিত। তিনি একাধারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৮৫ সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন মাসুম আজিজ। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেন তিনি।

ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ।

অভিনয়ে অবদানের জন্য চলতি বছর একুশে পদক পান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি