মাহাথিরের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ
প্রকাশিত : ২১:৫৭, ৭ নভেম্বর ২০১৯ | আপডেট: ২১:৫৭, ৭ নভেম্বর ২০১৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে ইমরান আহমেদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
বার্তায় আরো বলা হয়, বাংলাদেশের মন্ত্রী বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থানের জন্য ড. মাহাথিরকে ধন্যবাদ জানান।
মন্ত্রী ড. মাহাথিরের সঙ্গে বাংলাদেশের বর্তমান শ্রমবাজার নিয়ে আলোচনা করেন এবং মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি নাগরিকদের নিয়োগের ব্যাপারে সহযোগিতা কামনা করেন।
ইমরান আহমেদ বর্তমানে সরকারি সফরে মালয়েশিয়া রয়েছেন। সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসি
আরও পড়ুন