ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

মিজানুর রহমানকে ওমানে রাষ্ট্রদূত নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ২ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২৩:০৮, ২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মিজানুর রহমানকে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় মিজানুর রহমান বর্তমানে কানাডায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন।

মিজানুর রহমান বিসিএস ১৯৮৫ ব্যাচে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। বর্তমান দায়িত্বের পূর্বে কূটনীতিক পেশায় তিনি কলম্বো, মস্কো, ম্যানচেস্টারে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। 

এ ছাড়া তিনি ন্যাদারল্যান্ড ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। তিনি এর বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপাক্ষিক অর্থনৈতিক এবং প্রশাসন বিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যাক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের পিতা।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি