ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মিমি আউট শুভশ্রী ইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

টালিউড সেনসেশন শুভশ্রীকে সম্প্রতি বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। আড়ালে তাদের বিয়ে নিয়ে কম হইচই হয়নি। বিয়ের মেহেদী না শুকাতেই ফের চমক দিলেন রাজ। কাঠমুণ্ড টু কম্বোডিয়া ছবিতে নায়িকা নেওয়া কথা ছিল রাজের সাবেক প্রেমিকা মিমিকে। এবার তাকে বাদ দিয়ে ছবিতে নিয়েছেন নববধূ শুভশ্রীকে।
ছবিটিতে রয়েছেন যিশু সেনগুপ্ত, সোহম, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী, খরাজ মুখোপাধ্যায়, রোজা ও শুভশ্রী। মিডিয়াপাড়ার লোকজন বলাবলি করছেন যে,‘কাঠ-মুণ্ডু টু কম্বোডিয়া’তে রাজের সাবেক প্রেমিকা মিমি যে থাকবেন না, সেটা প্রত্যাশিতই। প্রশ্ন ছিল, তা হলে কি শুভশ্রী থাকছেন? ছবিতে শুভশ্রীর ইন হওয়ার ব্যাখ্যায় রাজ বললেন, শুভকে (শুভশ্রী) চরিত্রটায় না মানালে কখনওই নিতাম না। এটা কাজের জায়গা। আমার প্রযোজকও রাজি হয়েছেন। বরং শুভই প্রথমে রাজি হচ্ছিল না। এপ্রিল মাসে আমরা শুট করব। এই সময়টায় ও কাজ করতে চাইছিল না। পরে আমরা সকলে মিলে রাজি করালাম।কিছু মুখ বদলে গেলেও আগের ছবির চরিত্রগুলো মোটামুটি একই আছে। আর গল্পটা একেবারেই নতুন।
রাজ যা-ই বলুন, বদল বেশ বড়সড়ই। আগের ছবির মতো এ ছবিতে আবির, শ্রাবন্তী, মিমি নেই। তিনি জানান, এটা তো অন্য গল্প। তাই নারী চরিত্রগুলোও আলাদা। মিমি- শ্রাবন্তীর চরিত্রগুলো কেন নেই সেই ব্যাখ্যাও ছবিতে দেওয়া হয়েছে। এর পর যদি আর একটা ছবি করি, সেখানে হয়তো অন্য কেউ থাকবে।
সিক্যুয়েলে আবির চট্টোপাধ্যায়ের চরিত্রটা করছেন যিশু সেনগুপ্ত। তবে যিশু এখনও সই করেননি। আবির নাকি দ্বিতীয় ছবিতে আর থাকতে রাজি হননি। রাজ জানান, `ডেটের সমস্যার কারণে আবির করছেন না।` ছবির গল্প-চিত্রনাট্য লিখেছেন রাজ ও পদ্মনাভ দাশগুপ্ত। দীপাবলি উপলক্ষ্যে ছবিটি মুক্তি পাবে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি