মিরুর গুলিতেই সাংবাদিক শিমুল খুন হয়েছে; শিগরিই মামলার চার্জশীট দেয়া হবে
প্রকাশিত : ১৮:০১, ২০ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০১, ২০ মার্চ ২০১৭
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতেই সাংবাদিক আব্দুল হাকিম শিমুল খুন হয়েছে। আদালতে ও থানায় জমা দেওয়া মিরুর শটগানের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদনে একথা বলা হয়েছে। শিগরিই মামলার চার্জশীট দেয়া হবে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা।
গেলো ২ ফেব্র“য়ারি কর্তব্য পালনকালে গুলিতে নিহত হন সাংবাদিক শিমুল। পরদিন ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়েরে করে পুলিশ। এঘটনায় গোয়েন্দা পুলিশ সিরাজগঞ্জের শাহজাদপুরের মেয়র মিরুসহ ১৩ জনকে আটক করে।
প্রাথমিক তদন্তের পর, সিআইডির ব্যালাষ্টিক রিপোর্টে পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতেই নিহত হয়েছে সাংবাদিক শিমুল, এমনটি নিশ্চিত করলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
এছাড়াও শিমুলের মাথায় পাওয়া স্পিনটার মেয়র মিরুর সর্টগানের, তাও নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার ওসি মনিরুল ইসলাম।
আরও পড়ুন