ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মির্জাগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ৩০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত আবদুল গণি (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের সিংবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত আবদুল গণিকে। 

মামলার এজাহারে বলা হয়, বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল ৭ বছরের ওই শিশুটি। ৯ এপ্রিল দুপুরে দক্ষিণ গ্রামের প্রতিবেশী আব্দুল গনি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে নিয়ে যায়। মুখ চেপে ধরে পরনে থাকা জামাকাপড় টেনে হেঁচড়ে খুলে ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ও শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় গণি। 

এসময় ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত। 

পরে এই ঘটনায় ১৭ এপ্রিল মেয়েটির মা বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আব্দুল গনির বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এজাহার গ্রহণের আদেশ দেন। 

২৪ এপ্রিল মির্জাগঞ্জ থানায় মামলাটি রুজু হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টা মামলায় আব্দুল গনিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি