ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মিশরে ভোটারবিহীন নির্বাচন: ফের মসনদে সিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ১২:০৮, ৩০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মিশরে ভোটারবিহীন নির্বাচনে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল সিসি। নির্বাচনে মাত্র ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যার ৯২ শতাংশ ভোটই পড়েছে সিসির পক্ষে। তবে নির্বাচন কমিশন যাই বলুক না কেন, প্রকৃত ভোটারের সংখ্যা ছিল আরও অনেক কম। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মিশরে প্রকৃতপক্ষে ২০ শতাংশেরও কম ভোট পড়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো নির্বাচনের প্রাথমিক ফলাফলে সিসির জয় নিশ্চিত করেছে। দেশটিতে সোমবার ভোট গ্রহণ শুরু হয়ে বুধবার পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা। বৃহস্পতিবার সংবাদ সংস্থা মেনা ও আল আহরাম পত্রিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে, তিন দিনের নির্বাচনে নিবন্ধিত ৬ কোটি ভোটারের মধ্যে ২ কোটি ৩০ লাখ ভোটার ভোট দিয়েছে। এর ৯০ শতাংশই পেয়েছেন সিসি।

এবারের প্রসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেননি। কাউকে জোর করে জেলে ঢুকিয়েছেন সিসি। কেউবা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, অনেককে দেশেই ঢুকতে দেননি সিসি। এ ছাড়া প্রধান বিরোধীদল মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হওয়ায়, দেশটিতে সিসিরি আর কোন প্রতিদ্বন্দ্বিতা নেই। উল্লেখ্য, ২০১৩ সালে এক সেনা অভু্যত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন সিসি।

২০১১ সালে আরব বসন্তের সময় সাবেক স্বৈরশাসক হুসনি মোবারক পদচ্যূত হওয়ার পর ২০১৩ সালে দেশটির প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ব্রাদারহুড প্রার্থী মুহাম্মদ মুরসি বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু বছর না ঘুরতেই সিসিরি নেতৃত্বাধীন সামরিক জান্তা মুরসিকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে। এরপর ২০১৪ সালে নির্বাচনের ডাক দেন সিসি। ওই সময় ৯৬.৯ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

সূত্র: আল-জাজিরা
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি