ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

‘মুক্তির মহানায়ক’ প্রদর্শনীর সময় বাড়লো 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মুজিবর্ষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী ‘মুক্তির মহানায়ক’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর পরিকল্পনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রদর্শনীর আয়োজন করা হয়।

২৩ আগস্ট ২০২০ সকাল ১১টায় মুজিববর্ষ এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১, ২ ও ৩ নং গ্যালারী এবং জাতীয় চিত্রশালা প্লাজার বঙ্গবন্ধু কর্নারে প্রদর্শনী চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী পরিদর্শন করা যাবে এবং অনলাইনে ভার্চুয়াল গ্যালারির মাধ্যমে প্রদর্শনী দেখতে ভিজিট করুন shilpakala.gov.bd 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি