ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মুজিব গাথা কাব্য

শ রি ফু ল ই স লা ম আ ক ন্দ

প্রকাশিত : ১৫:২৬, ১৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

যেখানেই অত্যাচার নিপীড়ন, কিংবা অধিকার হবে হরণ 
অথবা অধিকার আদায়ে হলেই জন আন্দোলন সম্মেলন
সেখানেই হবে মুজিব তোমায় বারবার স্মরণ
মুজিব তুমি মুক্তির প্রতীক, আইডল আইকন।

মুজিব মিশে আছো তুমি বাংলাদেশের জলে, মাটি কিংবা প্রতিটি বালিকণাতে
মুজিব মিশে আছো তুমি বাংলাদেশের ক্ষেত-খামারে পবন অন্তরীক্ষে
মুজিব মিশে আছো তুমি লালকৃষ্ণচূড়া, লাল গোলাপ কিংবা জুঁই চামিলী ফুলে
মুজিব মিশে আছো তুমি ছয় দফাতে কিংবা ৭ মার্চের ভাষণে কিংবদন্তির আসনে।
 
ঝড় তোলো তুমি সাদা পাঞ্জাবিতে মুজিব কোটে 
সাহসী করো আমাদের চিরচেনা নেতা মুজিব হয়ে 
মিশে আছো তুমি শিশুর হাসিতে
সবার প্রিয় আদরের খোকা হয়ে।
 
তুমি কড়চা স্রষ্টা মহাপুরুষ, তুমি ইয়ু অশ্বত্থ কিংবা উদিত আদিনাথ   
তোমার উর্বর চিত্র বিচিত্র কর্মসাহিত্য নিত্য উপ্ত সমৃদ্ধ মৃত্রিকাজাত।
সূর্য কেন্দ্রিক গ্রহগুলো আবর্তিত কিংবা কাঁটা কম্পাস কেন্দ্রীভূত 
তেমনি বাঙালির অন্তরে তুমি গ্রথিত তোমার বিচরণ অবিরত।

রেসকোর্স ময়দান কিংবা ধানমণ্ডীর বত্রিশ রোডের বাড়ি
সৃষ্টির বীজভূমি অনন্ত বহমান অনুভবশক্তি।

তোমার কর্মে তোমার রক্তে হয়েছি চিরঋণী
ঐ ঋণ শোধ করা যাবে না কোন দিন-ই।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি