মুফতি হান্নানসহ তিন জনের রিভিউ খারিজের রায় প্রকাশ
প্রকাশিত : ১৫:২০, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:২০, ২১ মার্চ ২০১৭
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তিন জনের রিভিউ খারিজের ৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিয়ম অনুসারে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও বিচারিক আদালত হয়ে রায়টি কারাগারে যাবে। সেখানে মুফতি হান্নান সহ ৩ জনকে পড়ে শুনানো হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে তাদের ফাঁসি কার্যকর করতে বাধা নেই বলে জানালেন অ্যাটর্নি জেনারেল।
২০০৪ সালের ২১ মে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদন্ড দেন। অপর ২জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। এই রায় হাইকোর্ট ও পরে আপিল করলে আপিল বিভাগেও বহাল থাকে।
এরপর তিন আসামি রিভিউ আবেদন করলে তাও খারিজ করে দেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৩ সদস্যর আপিল বেঞ্চ। মঙ্গলবার সকালে ৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। নিয়ম অনুসারে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও বিচারিক আদালত হয়ে রায়টি কারাগারে যাবে। সেখানে মুফতি হান্নান সহ ৩ জনকে পড়ে শুনানো হবে।
পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সিলেটে হাই কমিশনারকে হত্যা করাই উদ্দ্যেশ্য ছিলো আসামীদের। এবং একে ভয়াবহ কর্মকান্ড বলে অভিহিত করেন আদালত।
জঙ্গিবাদ উত্থানের পেছনে মুফতি হান্নানের ভূমিকা ছিল অন্যতম। এ রায়ের মধ্য দিয়ে মানুষের মনে স্বস্তি পিরে আসবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।
আরও পড়ুন