ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মুরাদনগরে কুপিয়ে তিনজনকে হত্যায় মামলা, গ্রেপ্তার ২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ৫ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের দুই নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার রাতে নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় এ মামলা দায়ের করেন। 

এদিকে এ মামলার আসামি সুবীর মিয়া ও বাবুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। 

মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহকে। এছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ঘনিষ্ঠ অনুসারী ও প্রতিবেশীরা। মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (২৭)-কে নির্মমভাবে হত্যা করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পর বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মাদক সংক্রান্ত পুরনো বিরোধের জেরে কড়ইবাড়ি গ্রামে এই ত্রিপল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি