ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মুরাদনগরে যৌন হয়রানির ভিডিও ধারণ ঘটনায় ৪ জন রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ৩ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লা মুরাদনগরে এক নারীকে যৌন হায়রানি ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় চারজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলি আদালতের বিচারক মমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক রুহুল আমিন সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে ওই নারীর ভিডিও ধারণ করে অভিযুক্তরা। শনিবার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। পরে পর্নোগ্রাফি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এরপর পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে।

এদিকে ধর্ষণের মামলায় আগেই মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করা হয়েছিল। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি