মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন
প্রকাশিত : ১৩:১৮, ৬ মে ২০১৭ | আপডেট: ১৬:৩৮, ৬ মে ২০১৭

দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশকে এগিয়ে নেবারও তাগিদ দেন তিনি। শনিবার সকালে কক্সবাজারের ইনানী পয়েন্টে দেশের প্রথম মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করে একথা বলেন শেখ হাসিনা এর আগে কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
কক্সবাজার পৌছে টেকনাফ পর্যন্ত দেশের প্রথম মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন করতে ইনানী পয়েন্টে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাগরপাড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই মেরিন ড্রাইভ সড়ক।
৩ দফায় প্রায় ১ হাজার কোটি টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে সড়কটি। উদ্বোধনী অনুষ্ঠানে সড়কটি নির্মানের বিভিন্ন তথ্য তুলে ধরেন সেনাপ্রধান।
এরপর প্রধানমন্ত্রী তার ভাষণে এই দিনটি দেশের সব মানুষের জন্যই আনন্দের উল্লেখ করে বলেন, সম্দ্রু সৈকতকে আরো সৌন্দর্যমন্ডিত করা হবে।
সড়কটি এই অঞ্চলসহ সারাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। কক্সবাজার বিমানবন্দরকেও আরো আধুনিক করা হবে।
দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও জঙ্গীবাদকে রুখে দাড়াতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী।
মেরিন ড্রাইভ সড়কটি নির্মানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বক্তব্য রাখেন।
https://youtu.be/rQ4W3yCCya4
আরও পড়ুন