ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

মেয়র আতিকুলের প্রথম সংবাদ সম্মেলন আজ

প্রকাশিত : ১৪:২০, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে প্রথম দিনের মতো নগরভবনে যোগদান করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম। প্রথম কার্যদিবসে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবেন তিনি। সেখানে মেয়র তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস মামুন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচানে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে ৭ লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

১ হাজার ২৯৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী আতিকুল পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। মেয়র পদে অপর তিন প্রার্থী এনপিপির আনিসুর রহমান দেওয়ান (আম) ৮ হাজার ৬৯৫, পিডিপির শাহীন খান (বাঘ) ৮ হাজার ৫৬০ এবং স্বতন্ত্র আব্দুর রহিম (টেবিল ঘড়ি) ১৪ হাজার ৪০ ভোট পেয়েছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি