ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বের অন্যান্য প্রভাবশালীদের সঙ্গে সঙ্গে এবার হ্যাক হয়েছে নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টও।

আজ বৃহস্পতিবার টুইটার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। খবর বিবিসির।

টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তারা সতর্ক রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

টুইটারের একজন মুখপাত্র বলেছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হ্যাকাররা মোদির অ্যাকাউন্টটি হ্যাক করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তার ফলোয়ারদের কাছে ত্রাণের জন্য অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে।

এর আগে গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্কসহ বিশ্বের প্রভাবশালী কয়েকজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি