ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

মোদি-বাইডেন বৈঠক, আলোচনায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২২ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন করেছেন। একই সঙ্গে গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) কোয়াড সম্মেলনেও অংশ নেন নরেন্দ্র মোদি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের দিলাওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন মোদি। তবে তাদের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। 

এর আগেও গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদি বাংলাদেশ প্রসঙ্গ তোলেন। ওই সময়ে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলোয় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। 

এদিকে বাইডেনের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে মোদি বলেন, বৈঠকটি বেশ সফল হয়েছে। তিনি আরও বলেন, সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় এসেছে। 

মোদি ও বাইডেনের মধ্যে বৈঠকের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভারত ও যুক্তরাষ্ট্র আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি