ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী ৭ কোটি ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৪৯, ৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

দেশে মোট মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা সাত কোটি ছাড়িয়ে গেছেগত জুলাই মাসেই নতুন এই মাইলফলক অতিক্রম করে আর আগস্ট মাসের শেষে ইন্টারনেট সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ১৮ লাখ ৮৩ হাজার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয়, আগস্টের শেষে দেশে মোট ইন্টারনেট সংযোগ সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৭১ লাখ। এর মধ্যে আইএসপিদের সংযোগ সংখ্যা ৫১ লাখ ৭০ হাজার।

এর আগে গত বছর জুলাই মাসে ছয় কোটি ইন্টারনেট সংযোগের মাইল ফলকে পৌঁছায় দেশ। এর আগে ২০১৫ সালের আগস্টে পাঁচ কোটি এবং ২০১৪ সালের সেপ্টেম্বরে চার কোটি মোবাইল ইন্টারনেট সংযোগ হয় দেশে।

এর ফলে প্রতি বছরই দেশে এক কোটি করে ইন্টারনেট সংযোগ বাড়ছে। বিটিআরসি মোবাইল ইন্টারনেটের সংখ্যা আলাদা করে প্রকাশ করলেও থ্রিজি সংযোগ জানা যায়নি।

 

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি