ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজার-হবিগঞ্জে পানিবাহিত রোগের প্রকোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে মৌলভীবাজার ও হবিগঞ্জে। তবে কুশিয়ারার এখনো বিপদসীমার উপরে। বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রে দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ।

মৌলভীবাজারে বিভিন্ন এলাকা থেকে বানের পানি নামতে শুরু করেছে। তবে বন্যা উপদ্রুত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। আশ্রয়কেন্দ্রগুলোতে অনেকেই আক্রান্ত ডায়রিয়া আর চর্মরোগে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, রোগ প্রতিরোধে এরইমধ্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। হবিগঞ্জেও বন্যার পানি নামতে শুরু করেছে। তবে নবীগঞ্জ উপজেলায় সাত গ্রামের বাসিন্দারা এখনো পানিবন্দি।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি