ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মৌলিক অধিকার চায় আফগান জোগি সংখ্যালঘুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ২১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

জীবন ধারণের মৌলিক অনুসঙ্গের তীব্র সংকটের কথা উল্লেখ করে নিজেদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন আফগানিস্তানের রাজধানী কাবুলে বসবাসরত আফগান জোগি সংখ্যালঘুরা।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে এই খবর জানিয়েছে ডব্লিউআইওএন নিউজ।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, জোগি সংখ্যালঘুদের জাতীয় পরিচয়পত্র নেই। শুধু তাই নয়, শিক্ষা ও সম্পত্তির মালিকানা থেকেও তারা বঞ্চিত। 

সংবাদ মাধ্যমটি আরও জানায়, জোগি জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন মোহাম্মদ সাবির। তালেবান ক্ষমতায় আসার পর তাকে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, 'আমাকে জনগণের প্রতিনিধি (জোগি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আমার বৈধ নথিপত্র আছে। তা সত্ত্বেও আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।' 

এ বিষয়ে কাবুল পৌরসভার একজন মুখপাত্র নিমাতুল্লাহ বারাকজাই বলেন,'সাবিরকে চাকরিচ্যুত করা হয়েছে, কারণ তিনি এই পদের জন্য যোগ্য নন। কারণ তার ব্যক্তিগত কোন সম্পত্তি নেই, যা প্রতিনিধি হতে আবশ্যক।'

এদিকে আফগানিস্তানে জোগি সংখ্যালঘু সম্প্রদায়ের ঠিক কত সংখ্যক মানুষ বসবাস করছেন সে সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি ক্ষমতাসীন তালেবান। 

উল্লেখ্য, জোগি বা জুগি সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস উত্তর আফগানিস্তানে। মধ্য এশীযয়ার বিভিন্ন দেশ থেকে কয়েক প্রজন্ম আগে তারা আফগানিস্তানে পৌঁছায়। এ ছাড়া প্রতিবেশি তাজিকিস্তানেও এই সম্প্রদায়ের কিছু মানুষ বসবাস করেন। উজবেক ও দারি ছাড়াও তারা তাদের নিজস্ব ভাষা মোগাতিব ভাষায় কথা বলেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি