ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

যশোরে দুর্বৃত্তদের বোমায় যুবলীগ নেতা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

যশোরে দুর্বৃত্তদের বোমা হামলা ও ছুরিকাঘাতে আরাফাত রহমান লিটন (৩২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। গতাকাল শুক্রবার রাতে বোমা হামলার পর আজ শনিবার ভোরে তিনি মারা যান।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ মহিলা অধিদফতরের সামনে (ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় চত্বর) বোমা হামলার এ ঘটনায় আরও এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। তবে কে বা কারা এই বোমা হামলার সঙ্গে জড়িত তা এখনও জানাতে পারেনি পুলিশ।

নিহত আরাফাত রহমান লিটন শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক। তিনি শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে। এ ঘটনায় আহত যুবলীগ কর্মী ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি