ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

যানজটের জন্য ট্রাফিক অব্যবস্থাপনাকে দায়ী করেছেন জেলা প্রশাসক

প্রকাশিত : ১৮:৪৯, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বন্দর নগরী চট্টগ্রামে যানজটের জন্য ট্রাফিক অব্যবস্থাপনাকে দায়ী করেছেন জেলা প্রশাসক। এজন্য মাঠ পর্যায়ের ট্রাফিক কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত নাগরিক সংলাপে তিনি এ তাগিদ দেন। এছাড়া পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা না গেলে চট্টগ্রাম অচল হয়ে যাবে বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক। নগরীর বহদ্দারহাট থেকে বন্দর, পতেঙ্গা পর্যন্ত বিমানবন্দরগামী সড়কটি চট্টগ্রামের প্রধান সড়ক। এই সড়কের পাশে নেভাল একাডেমী, সিইপিজেড, তেল স্থাপনাসহ রয়েছে কয়েকশ’ সরকারি-বেসরকারী স্থাপনা। এই রুটে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন। কিন্তু যত্রতত্র গড়ে উঠা ট্রাক ও কন্টেইনার টার্মিনালসহ নানা অব্যবস্থাপনার করনে প্রতিনয়ত লেগে থাকে যানজট। এদিকে যানজটের পাশাপাশি জলাবদ্ধতার কারনে চরম ভোগান্তি পোহাচ্ছেন বন্দর-পতেঙ্গা এলাকার মানুষ। ‘বন্দর-পতেঙ্গা এলাকার যানজট ও জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ক্যাব সভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে সংলাপে অংশ নেন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা-সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংলাপে নগর পরিকল্পনাবিদরা বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্ল্যানার বিভাগ না থাকায় বেশিরভাগ উন্নয়ন কাজ চলছে অপরিকল্পিতভাবে, ফলে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। অন্যদিকে খাল, নালা পুণরুদ্ধার করা হলে ৭০ শতাংশ জলাবদ্ধতা কমবে বলেও মনে করছেন তারা। সিডিএ যথাযথ দায়িত্ব পালন না করায় চট্টগ্রামে বেশিরভাগ ভবন অবৈধভাবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক। পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশের দায়িত্বে অবহেলারও সমালোচনা করেন তিনি। এছাড়া নগরীতে যানজটের পেছনে রাজনৈতিক প্রভাব অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেন সরকারের উর্দ্ধতন
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি