ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে জেল খেটে আসা যুবলীগ নেতা বিমানবন্দরে আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ১৮ মে ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের জেল থেকে ফেরত পাঠানো যুবলীগ নেতা আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

আটক আজম পাশা চৌধুরী রুমেল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি কাদের মির্জার সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।

পুলিশ বলছে, ৫ আগস্টের পর থেকে আজম পাশা চৌধুরী রুমেল পলাতক। এরমধ্যে তিনি দুবাই ও মেক্সিকো হয়ে সীমান্তপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে প্রায় তিনমাস জেলে থাকার পর শনিবার (১৭ মে) তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, সকালে ইমিগ্রেশন পুলিশ আজম পাশাকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাকে নেওয়ার জন্য নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, আজম পাশা চৌধুরী রুমেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার সেকেন্ড ইন কমান্ডার হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে আসামি আজম পাশাকে আনার জন্য বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তিনি শিবিরের চার কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি