ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

যে চিড়ায় মুগ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়া [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার জন্মোৎসবে উপঢৌকন হিসেবে পাঠানো হয়েছিলো গাজীপুরের ধনী রাণীর চিড়া। মহারাণী ভিক্টোরিয়া চিড়া খেয়ে ধনী রাণীকে ইংল্যান্ড সফরের আমন্ত্রণ জানান।

গাজীপুরের ধনী রাণীর চিড়া; সুগন্ধিযুক্ত এই চিড়া দেড়শ’ বছর ধরে এই নামেই সবার কাছে পরিচিত। ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার জন্মোৎসবে উপঢৌকন হিসেবে পাঠানো হয়েছিলো এই চিড়া।

তখন থেকেই এর সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। বর্তমানে ধনী রাণীর বংশধররা ধরে রেখেছেন এই চিড়ার ঐতিহ্য।

ধনী রাণী, ১৮৫০ সালে গাজীপুরে কালিয়াকৈরের বারবাড়ীয়া গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেন। অল্প বয়সেই বিয়ে ও বৈধব্য। সংসারের হাল ধরতে নাইয়া শাইল ধান দিয়ে ঢেঁকিতে চিড়া তৈরির কাজ শুরু করেন বিধবা ধনী রাণী।

১৮৮৬ সালে ব্রিটিশ রাণী ভিক্টোরিয়ার জন্মোৎসবে তৎকালীন গভর্নর উপঢৌকন হিসেবে কয়েক মন চিড়া পাঠান ইংল্যান্ডে। মহারাণী ভিক্টোরিয়া চিড়া খেয়ে ধনী রাণীকে ইংল্যান্ড সফরের আমন্ত্রণ জানান।

বর্তমানে নানা প্রতিকূলতার মধ্যেও ধনী রাণীর বংশধররা ধরে রেখেছেন এই চিড়া তৈরির কাজ।

কালিয়াকৈর উপজেলার কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম খান জানান, নাইয়া শাইল ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, চিড়া তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।

ধনী রাণীর চিড়া সংরক্ষণ ও দেড়শ’ বছরের ঐতিহ্য ধরে রাখার দাবি জানিয়েছে স্থানীয়রা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি