ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক প্রধান জাহিদ হাসান আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক প্রধান জাহিদ হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার বিকেলে তাকে রংপুর নগরীতে র‌্যাব ১৩ কার্যালয়ে হাজির করে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, ভোরে রংপুর নগরীর কেরানীপাড়া এলাকা থেকে জঙ্গি জাহিদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে। র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জাহিদ জানিয়েছে, তার নেতৃত্বে কয়েকজন সদস্য অনলাইনের মাধ্যমে সংঠিত হচ্ছিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি